রাজ্য বিভাগে ফিরে যান

দেশের মধ্যে বাংলাতেই প্রথম দপ্তর খুলল ব্রিটেনের তথ্যপ্রযুক্তি সংস্থা রেডক

January 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাই বিনিয়োগের সেরা গন্তব্য, বিগত দু’বছরে একের পর এক সংস্থার বাংলায় আসা কার্যত এ’তত্ত্বকেই প্রতিষ্ঠা করে। দেশের মধ্যে বাংলার বুকেই প্রথম নিজেদের দপ্তর খুলল ব্রিটেনের তথ্যপ্রযুক্তি সংস্থা রেডক। ১০০ কোটি টাকার লগ্নির আশ্বাসও দিয়েছে সংস্থাটি। সদ্য সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন সংস্থার কর্ণধার দীপল দত্ত। প্রসঙ্গত, লন্ডনের রেডক মূলত সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সফটওয়্যার সংক্রান্ত নানা কাজ করে।

২০ কোটি টাকা ব্যয় করে সল্টলেকে অফিস খোলা হয়েছে। সেখানে কাজ করছেন ২০০ কর্মী। তবে আরও অনেক বড় পরিকল্পনা রয়েছে সংস্থাটির। জমি ও অন্যান্য পরিকাঠামোগত সাহায্যের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। রেডক তরফে জমির প্রয়োজনীয়তার কথা ইতিমধ্যেই বাংলার তথ্য-প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়কে জানানোও হয়েছে বলে খবর।

গত বছরের নভেম্বরে রেডকের কর্তারা কলকাতায় আসেন। তাঁদের সঙ্গে ছিলেন ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্যরা। সল্টলেকে ১২ হাজার বর্গফুট জায়গা নিয়ে কাজ শুরু হয়েছে। আগামীতে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দপ্তর ধাপে ২০ কোটির বিনিয়োগ হয়ে গিয়েছে। আগামী ২ বছরের মধ্যে ধাপে ধাপে আরও ৮০ কোটি টাকার লগ্নি হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #britain, #investment, #Redoq

আরো দেখুন