রাজ্য বিভাগে ফিরে যান

এবার থেকে দুয়ারে সরকার শিবিরে থেকেই মিলবে কৃষি যন্ত্রপাতি কেনার আর্থিক সাহায্য

January 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা রাজ্যে আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। দুয়ারে সরকারে পরিষেবার সংখ‌্যা বাড়ছে। শিবিরে প্রায় ৩৭ রকমের পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
কৃষিকাজে ব‌্যবহৃত যন্ত্রপাতি কেনার জন‌্য আর্থিক সহায়তাও এবার দুয়ারে সরকারের ক‌্যাম্প থেকে মিলবে বলে খবর।

উৎসবের মতো করে দুয়ারে সরকার শিবিরগুলো আয়োজনের পরিকল্পনা নিয়েছে নবান্ন। রাজ্যের মুখ‌্যসচিব মনোজ পন্থ শনিবার জেলাশাসকদের বৈঠক করেন। দুয়ার সরকার সম্পর্কিত স্ট‌্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠানো হয়েছে তাঁদের। বলা হয়েছে, আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ক্যাম্প চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে যে যে আবেদন জমা পড়বে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেগুলির প্রসেসিং হবে।

পাশাপাশি নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, কোনও এলাকা বা মৌজা যেন এই কর্মসূচির বাইরে না থাকে। ৩০ শতাংশ এলাকায় মোবাইল ক‌্যাম্প করতে বলা হয়েছে। কলকাতার যে ওয়ার্ডগুলো বড়, সেখানে মিনি মোবাইল ক‌্যাম্প করা হচ্ছে। আরও বেশি মানুষের কাছে পৌঁছনোর জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে নবান্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#farmers, #Duare Sarkar, #Duare Sarkar Camp, #Farming equipment

আরো দেখুন