রাজ্য বিভাগে ফিরে যান

আরজি কর ধর্ষণ-খুন মামলায় আগামীকাল সাজা ঘোষণা, কী শাস্তি হতে পারে সঞ্জয় রাইয়ের?

January 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার, শিয়ালদহ আদালতে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস রায় আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় অভিযুক্ত সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন, ২০ জানুয়ারি ২০২৫-এ (আগামী সোমবার) দুপুর সাড়ে ১২টায় সঞ্জয়ের সাজা ঘোষণা হবে।

কী সাজা হতে পারে দোষী সঞ্জয় রাইয়ের? মূলত তিনটি শাস্তি রয়েছে। ২৫ বছরের জেল বা আমৃত্যু জেল বা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে দোষী সঞ্জয় রাইয়ের। বিএনএস ৬৪, ৬৬ এবং ১০৩(১) ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রাইকে। ধারাগুলি ভারতীয় ন‍্যায় সংহিতার ধর্ষণ, ধর্ষণের কারণে মৃত্যু ও খুন এই তিন অভিযোগের।

যে তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রাইকে, তার মধ্যে দুটি ধারায় সর্বোচ্চ শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড। একটিতে আমৃত্য যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি রয়েছে। আইনজ্ঞদের দাবি, সঞ্জয়ের ফাঁসির সাজাই হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Verdict, #Rg kar, #RG Kar Medical College Hospital, #Sanjay Rai

আরো দেখুন