চাষের জমিতে হাতির হানা রুখতে কী কৌশল ময়নাগুড়ির কৃষকদের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খাবারের সন্ধানে কৃষিজমিতে এসে পড়ছে হাতির দল। মাঠে ফলা বাঁধাকপি, ফুলকপি, বেগুন, মূলো ইত্যাদি নষ্ট হচ্ছে। আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা। হাতির হাত থেকে ফসল বাঁচাতে ময়নাগুড়ির কৃষকেরা কৌশল নিয়েছেন।
জলঢাকা নদী ঘেঁষা এলাকায় গত কয়েক বছরে হাতির আনাগোনা তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে গিয়েছে। নদীর অপর প্রান্তে রয়েছে জলপাইগুড়ি বন বিভাগের নাথুয়া রেঞ্জের বনাঞ্চল। কিছুটা দূরে গোরুমারার জঙ্গল। এ’সব জায়গা থেকে খাবারের খোঁজে হাতি চলে আসে গ্রামে। ময়নাগুড়ি ব্লকের রামশাই, আমগুড়ি, চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার কৃষকেরা সমস্যায় পড়ছেন। হাতির হানা ঠেকাতে জমিতে পড়ে থাকা হাতির মল সংগ্রহ করে আশেপাশে ছড়িয়ে দিচ্ছেন কৃষকেরা। এতে হাতির হানা কমছে। হাতি জমির কাছে এসে শুঁড় তুলে দাঁড়িয়ে থাকছে কিছুক্ষণ। জমির ভিতর আসছে না। আশপাশে এলেও ফসল খাচ্ছে না। খুশি কৃষকেরা।
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, হাতি বুদ্ধিমান প্রাণী, সব সময়ে পরিষ্কার, পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। ওরা নিজের মলকে এড়িয়ে চলে। তাই হয়ত মলের ঘ্রাণ পাওয়া মাত্রই দূরত্ব বজায় রাখছে। পরিবেশবান্ধব উপায়ে সমস্যার সমাধান খুঁজে পেলে ভাল। হাতির মল সার হিসেবেও উপযোগী।