রাজ্য বিভাগে ফিরে যান

বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, তুঙ্গে বিতর্ক

January 20, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার! হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান দিলেন তিনি। তাঁর এহেন মন্তব্যে যথারীতি তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন বক্তব্যের সঙ্গে সন্ত্রাসবাদীদের ভাষার মিল রয়েছে বলে পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল।

রবিবার ত্রিবেণীতে রামমন্দির তৈরির অনুষ্ঠান এসে তিনি বলেন, “ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, সেই সঙ্গে ভালো হিন্দুও করতে হবে। নিজেদের ধর্ম ও সংস্কৃতি বাঁচাতে হলে ধর্মের প্রতি সমর্পিত সন্তান তৈরি করতে হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম রক্ষা করতে না পারে, তবে সে ডাক্তার, অফিসার যাই হোক, দু’পয়সা দাম থাকবে না। উদ্বাস্তু হয়ে যেতে হবে।” আরও সংযোজন তাঁর, “যেখানে সম্ভব হবে ছোট, বড় মন্দির বানান। আমরা কাউকে আক্রমণ করতে যাব না। কিন্তু আত্মরক্ষা করতে হবে। ধর্মের সঙ্গে কোনও আপস নয়। বাড়িতে সবাইকে কট্টর হিন্দু বানান।” তৃণমূল সহ বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, ধর্মকে কেন্দ্র করে বিজেপি বিভাজনের রাজনীতি করে। ভোটের ঢাকে কাঠি পড়তেই নতুন নতুন বিভাজনের তাস খেলতে শুরু করে বিজেপি, এমন অভিযোগও ওঠে। শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্তর বক্তব্য সেই জল্পনা উস্কে দিল।

বিজেপির শীর্ষস্থানীয় নেতার এহেন বক্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন অংশ থেকে সমালোচনার ঝড় উঠেছে। সাংবাদিকদের প্রশ্নের মুখেও নিজের বক্তব্যে অনড় থাকেন সুকান্ত। বলেন, “অস্ত্র রাখা হিন্দুদের প্রাচীন সংস্কৃতি। তাই আমি মনে করি, অস্ত্র রাখতে হবে।”

ফিরহাদ হাকিম বলেন, “কেন্দ্রীয় মন্ত্রীর মুখে সন্ত্রাসবাদীদের ভাষা কাম্য নয়। ধর্মীয় উস্কানি দিচ্ছে বিজেপি। দেশের সমস্যা থেকে নজর ঘোরানোর জন্য বিজেপির এরকম নানা বক্তব্য রাখছে। এতে ভারতবাসীর মন গলবে না।” চুঁচুড়ার তৃণমূল বিধায়ক তথা জেলার সহ সভাপতি অসিত মজুমদারের অভিযোগ, দাঙ্গার উস্কানি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Sukanta Majumdar

আরো দেখুন