রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি’র শান্তনুর মুখে অভিষেকের প্রশংসা! জোর জল্পনা রাজনৈতিক মহলে

January 24, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঠিক একদিন আগে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা করতে শোনা যায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গলায়। তিনি বলেছিলেন, “বিজেপিতে যারা আছে, তাদের মধ্যে সাংগঠনিকভাবে, প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অনেকটাই এগিয়ে। যেহেতু শুভেন্দু মমতার স্কুলের ছাত্র, ভাল স্কুলের তো একটা ছাপ থাকে!” তখন জোর চর্চা শুরু হয়েছিল রাজ্য–রাজনীতিতে। এবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর করে ফেললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা। যা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কালচিনিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বারলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেন। তিনি যে তৃণমূল কংগ্রেসে আগামী সপ্তাহে যোগ দেবেন সেটাও পরিষ্কার হয়ে গিয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন বাংলায় ফুলবদল হতে পারে কয়েকজন নেতার। এই আবহে শান্তনু ঠাকুর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার জেরে কপালে ভাঁজ পড়েছে বিজেপির রাজ্য নেতৃত্বের। তবে শান্তনু ঠাকুর খসে ঘাসফুলে যাবেন কিনা তেমন কোনও তথ্য সামনে আসেনি।

এদিন বাগদার হেলেঞ্চাতে মতুয়া ধর্ম মহাসম্মেলনে যোগ দেন শান্তনু ঠাকুর। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দরাজ শংসাপত্র দেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। ভূয়সী প্রশংসা করে শান্তনু ঠাকুর বলেন, ‘অভিষেক নতুন জেনারেশনের ছেলে। অনেক বেশি চৌকস এবং অনেক বেশি এক্সপার্ট। আমি মনে করি যারা বুড়ো ঘোড়া তাদের রেস্ট নেওয়া উচিত। আমি আগে বলেছিলাম আস্তাবলের বুড়ো ঘোড়াদের সরিয়ে দেওয়া উচিত। যাদের দ্বারা সরকার চলছে না তাদের রেখে লাভ কী? নতুন জেনারেশনকে এগিয়ে দিতে হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #tmc, #politics, #Santanu Thakur, #West Bengal, #bjp

আরো দেখুন