উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কার্শিয়াংয়ের জঙ্গলে কালো চিতা!

January 24, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একেই ঘন কুয়াশা। ঠিক করে দেখা যায় না কিছু। তার মাঝেই কার্শিয়াংয়ের ছমছমে রাস্তায় জঙ্গল থেকে মুখ বের করে এক নজরে চেয়ে রয়েছে একটি কুচকুচে কালো প্রাণী। জ্বলজ্বল করছে শুধু মাত্র দুটি চোখ।

কার্শিয়াং ডিভিশনের অধীনস্থ চিমনি থেকে বাগোরা যাওয়ার রাস্তায় এই কুচকুচে কালো প্রাণীকে দেখতে পেয়ে তাঁর ছবি ক্যামেরাবন্দী করেন গাড়ির চালক। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলে নিমিষেই ভাইরাল হয়ে যায় তা।

বিষয়টি খতিয়ে দেখে বনদপ্তরের কর্তারা অবশ্য জানান, এটা মেলানিস্টিক লেপার্ড। সম্ভবত খাবারের সন্ধানে সংশ্লিষ্ট এলাকায় ওই লেপার্ড এসেছিল বলেই বনদপ্তরের সন্দেহ।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মেলানিস্টিক চিতা হল একটি বিশেষ ধরনের চিতাবাঘ। যার মেলানিন পিগমেন্টের পরিমাণ অতিরিক্ত থাকে। যারজন্য সেই চিতাবাঘের গায়ের রং হয় কালো। সেগুলির গায়ে হলুদ ও কালো ছোপ ছোপ দেখা যায় না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Black Panther, #Kurseong

আরো দেখুন