আজ শুরু হয়েছে নবম দুয়ারে সরকার শিবির, এবার জুড়ল একটি নতুন স্কিম, জেনে নিন বিস্তারিত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শুক্রবার রাজ্যে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার শিবির। প্রায় এক বছর পর রাজ্যে শুরু হবে কর্মসূচি। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার দক্ষিণ ২৪ পরগনায় এজন্য ১০ হাজার ৭৭টি শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে একটা বড় সংখ্যক শিবির ভ্রাম্যমাণ, যা নদীমাতৃক সুন্দরবনের বাসিন্দাদের সুবিধার্থে করা হচ্ছে। এছাড়াও ২৯টি মেগা ক্যাম্প থাকছে। এখানে মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাও নিতে পারবে।
প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, এমনভাবে শিবিরগুলি করা হচ্ছে, যাতে প্রতিটি গ্রামের মানুষ এর সুবিধা নিতে পারে। সুন্দরবন এলাকার প্রান্তিক গ্রামগুলিতে নৌকায় শিবির করা হবে। সেটি বিভিন্ন ফেরিঘাট লাগোয়া জায়গায় ঘুরবে, যাতে সেখানকার মানুষকে অনেক দূরে যেতে না হয়। সব মিলিয়ে চার হাজারের বেশি ভ্রাম্যমাণ শিবির হচ্ছে এবার। তবে সবার নজর থাকবে মডেল ক্যাম্পগুলিতে। কারণ, সেখানে অন্য শিবিরগুলির তুলনায় বাড়তি সুবিধা থাকবে। যেমন সাধারণ মানুষ নিজেদের স্বাস্থ্যপরীক্ষা করাতে পারবে। যদি দেখা যায় কারও ভর্তি হওয়ার দরকার আছে, সেটাও ওই শিবির থেকে বলে দেওয়া হবে। শিশু ও মহিলাদের জন্য আলাদা জায়গা থাকবে এই শিবিরগুলিতে।
উল্লখ্য, রাজ্যের বিভিন্ন এলাকায় ক্যাম্প চালিয়ে মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হবে। জানা গিয়েছে, নবম দুয়ারে সরকার শিবিরে জুড়ল স্পেশাল একটি স্কিমও। ‘কৃষির যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য’ প্রকল্পে আবেদন করার সুবিধে মিলবে দুয়ারে সরকারে। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে খবর, হস্তচালিত ছোট যন্ত্র থেকে বিদ্যুৎচালিত মেশিন সবেতেই এই প্রকল্পে মিলবে ভর্তুকি। উপকৃত হবেন কৃষক থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও। ৫০-৮০ শতাংশ পর্যন্ত আর্থিক সহযোগিতা ভর্তুকি হিসেবে দেবে কৃষি দপ্তর। কৃষি দপ্তরের জনপ্রিয় এই প্রকল্পের সুবিধা এ বার মিলবে দুয়ারে সরকারের ক্যাম্পে।