আরামবাগে গোসাঁই পরবের মাঠে জমে উঠেছে বাউল গানের আসর ও হস্তশিল্পের পসরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরামবাগের তেঘরিতে আন্তর্জাতিক গোসাঁই পরবে বাউল গানের পাশাপাশি নজর কাড়ছে হস্তশিল্পের সম্ভার। স্টলে বসে শিল্পীরা নিজেদের হাতে নানা সামগ্রী বানাচ্ছেন। ঘর সাজানো শো-পিস থেকে জামাকাপড়, মেয়েদের নানা গয়নাও মিলছে গোসাঁই পরবের মাঠে। ধাত্রীগ্রামের পিঠেপুলিও বিক্রি হচ্ছে। আখড়ায় বাউল শুনতে ভিড় জমেছে। হস্তশিল্পের স্টলগুলিতেও থিকথিকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিন। হস্তশিল্পীদের মুখেও হাসি ফুটছে। উপার্জন হচ্ছে।
প্রায় ১৯টি জেলা থেকে হস্তশিল্পীরা এসেছেন বলে জানা যাচ্ছে। খোয়াই, সোনাঝুরির পাশাপাশি আরামবাগ মহকুমার স্থানীয় হস্তশিল্পীদের স্টলও আছে। একতারা, দোতারার কাট আউটে মূল মঞ্চ সেজে উঠেছে। গোসাঁই পরবের মাঠ সাজানো হয়েছে বাউলের প্রতীকী মূর্তি দিয়ে। ধুনিঘর ও দু’টি আখড়া রয়েছে। আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি অনেক মানুষই ভালোবাসার টানে আসছেন। বাউল গান শোনাচ্ছেন।
ফোল্ডিং, বাবুই দড়ির টুল, কাঠের টেবিল চেয়ার, শো পিসের স্টলগুলোতে দেদার বিক্রি চলছে। জুটের তৈরি নানা হাতের কাজ, ফেব্রিক, কাঁথাস্টিচের নানা পাঞ্জাবি, কুর্তি ইত্যাদি নিয়েও এসেছেন মহিলারা। এছাড়া রয়েছে নানা গয়নাও। সেগুলিও কিনছেন পরবে আসা মানুষেরা।