দেশ বিভাগে ফিরে যান

৭৬তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের থিম কী, প্রধান অতিথি কে? জেনে নিন

January 26, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ৭৬তম সাধারণতন্ত্র দিবস। ২৬ জানুয়ারির কুচকাওয়াজ মাধ্যমে দেশের সামরিক শৌর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে। ‘বিরাসত ও বিকাশ’, এই ভাবনাকে সামনে রেখে দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। ন্যাশনাল স্যালুটের মাধ্যমে প্যারেড শুরু হয়েছে। প্যারেডের আগে দেশের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এবারের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত আছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১৬টি ট্যাবলো রয়েছে। থাকছে কেন্দ্রীয় মন্ত্রক, নানা দপ্তর ও সংস্থার ১৫টি ট্যাবলো। বাংলা থেকে থাকছে লক্ষ্মীর ভাণ্ডার ও লোকপ্রসার প্রকল্পের ট্যাবলো। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে কুচকাওয়াজে ব্রাহ্মোস, পিনাকা, আকাশ সহ বিভিন্ন ক্ষেপনাস্ত্র ও অস্ত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে ভারতীয় সেনা সামরিক শৌর্য তুলে ধরা হচ্ছে। প্রায় ৩০০জন শিল্পী ‘সারে জাঁহাসে সে আচ্ছা’ পরিবেশন করছেন। পাশাপাশি বাইক প্রদর্শনীও রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Republic Day

আরো দেখুন