কলকাতা বিভাগে ফিরে যান

প্রায় তিন দশক পর বইমেলায় থাকছে না বাংলাদেশের কোনও স্টল, তবে থাকছে ২০টি দেশের স্টল

January 27, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯৯৬ সালের পর এই প্রথমবার কলকাতা বইমেলায় অনুপস্থিত থাকবে বাংলাদেশ। বাংলাদেশের সরকারি স্টল তো বটেই, কোনও বেসরকারি বাংলাদেশের প্রকাশদেরও স্টল থাকছে না ৪৮ তম কলকাতা বইমেলায়।

একই ভাষা, একই সংস্কৃতির সুবাদে চিরকাল জড়িয়ে ছিল দুই বাংলা। কলকাতা বইমেলায় ঢুকলেই দেখা যেত বাংলাদেশের প্যাভিলিয়ন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ১৯৯৬ সাল থেকে এই প্রথমবার কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশ। তবে আমেরিকা, জার্মানি, ফ্রান্স, গ্রেট ব্রিটেন সহ প্রায় ২০টি দেশ আসছে আন্তর্জাতিক বইমেলায়। দেশ, বিদেশ মিলিয়ে মোট স্টলের সংখ্যা এক হাজার। সবমিলিয়ে প্রস্তুতি চলছে জোরকদমে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে হবে শুভ উদ্বোধন। তারপর খুলবে বাঙালির ‘দ্বিতীয় বৃহৎ উৎসব’ বইমেলা।

এবার ৪৮ বছরে পা দিল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই প্রথমবার ফোকাল থিম কান্ট্রি হয়েছে জার্মানি। বাংলার সংস্কৃতি সামনে রেখে গড়ে উঠছে তাদের থিম প্যাভিলিয়ন। এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে তাদের প্যাভিলিয়ন থাকছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সম্ভবত আগামী বছর বইমেলায় দেখা যেতে পারে বাংলাদেশকে। এবার বইমেলায় বিদেশি স্টল থাকবে প্রায় ২০টি। ফোকাল থিম কান্ট্রি হওয়ার জন্য জার্মানি তো থাকছেই সেই সঙ্গে থাকবে আমেরিকা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata International Book fair, #Kolkata Book Fair, #Book Fair, #Bangladesh

আরো দেখুন