রাজ্য বিভাগে ফিরে যান

আজ মন্ত্রিসভার বৈঠক, প্রশাসনে কী ঝাঁকুনি দেবেন মমতা?

January 27, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জেলা সফর সেরে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন জেলায় প্রশাসনিক কর্মসূচির জন্য গত সোমবার রওনা হওয়ার সময়ই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, ২৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।

সেই মতো আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক হতে চলেছেন। মমতার তৃতীয় মেয়াদে এটি ৬৫তম মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। প্রশাসনিকস্তরে বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারেন তিনি। সামনেই রাজ্যের বাজেট পেশ হবে বিধানসভায়। সে’বিষয়ে নানা সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে মমতা প্রশাসনিকস্তরে ঝাঁকুনি দিতে শুরু করেছেন। মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তিনি। মন্ত্রিসভার কোনও রদবদল হয় কি-না সেদিকেও নজর থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#CM Mamata Banerjee, #Meeting, #cabinet

আরো দেখুন