কলকাতা বিভাগে ফিরে যান

মঙ্গলবার থেকে শুরু আন্তর্জাতিক কলকাতা বই মেলা, থাকছে বইপ্রেমীদের জন্য বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা

January 27, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রতীক্ষার শেষ, আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বই মেলা। বইমেলায় লক্ষ লক্ষ মানুষকে সহজে পৌঁছে দিতে রেল ও রাজ্য একাধিক উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার থেকেই শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো রুটে বাড়তি পরিষেবা মিলবে। বইপ্রেমীরা গত কয়েকবছর মেট্রো করে বইমেলায় যেতে অভ্যস্ত হয়ে পড়েছেন।

অন্য সময়ে রবিবার এই মেট্রো রুট সম্পূর্ণ বন্ধ থাকে। বইমেলা চলাকালীন মেট্রো রবিবারেও চালু থাকবে। ২ ও ৯ ফেব্রুয়ারি দুপুর সোওয়া ২টো থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা। দুই রবিবার মিলিয়ে ৭৪টি মেট্রো পরিষেবা চলবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর অংশে বছরের অন্যান্য সময়ে সোমবার থেকে শনিবার সারাদিনে আপ-ডাউন মিলিয়ে ১০৬টি মেট্রো পরিষেবা চলে। বইমেলার জন্য ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১২২টি মেট্রো পরিষেবা চলবে।

বই মেলা স্পেশাল বাস চালাবে রাজ্য সরকার। জানা গিয়েছে, মেলা চলাকালীন কয়েকশো বাড়তি বাস সল্টলেক করুণাময়ী হয়ে চলাচল করবে। গড়িয়া, যাদবপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ, জোকা, বারাসত, এয়ারপোর্ট, বেহালা সহ বৃহত্তর কলকাতার একগুচ্ছ এলাকার যাত্রীদের নিয়ে বই মেলায় যাতায়াত করবে বাসগুলি। শহরে বিভিন্ন ডিপোয় পড়ে থাকা অসংখ্য বাস জরুরি ভিত্তিতে মেরামত করে রাস্তায় নামান হবে। যাত্রীরা এসি-নন এসি উভয় প্রকারের বাস পাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Book Fair, #Kolkata International Book fair, #boimela

আরো দেখুন