কলকাতা বিভাগে ফিরে যান

কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট বিকল, শিয়ালদহ শাখার ট্রেন যাত্রীরা ফের দুর্ভোগের মুখে

February 5, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শিয়ালদহ শাখার ট্রেন যাত্রীরা ফের দুর্ভোগের মুখে। কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট বিকল। তার ফলে দমদম থেকে শিয়ালদহের মাঝে থমকে একের পর এক ট্রেন। চরম ভোগান্তি যাত্রীদের। রেল কর্তৃপক্ষের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

গত শনি এবং রবিবার এই লাইনে কাঁকুড়গাছিতে নন-ইন্টারলকিংয়ের কাজ হয়েছিল। প্রায় ৫২ ঘণ্টা ধরে কাজ করে রেল। রেল সূত্রে জানা গিয়েছে, ডাউনে ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল করতে পারছে না। বিকল্প হিসাবে ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা চলছে। ইতিমধ্যেই বাতিল হয়েছে বেশ কিছু আপ ট্রেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#train, #Passengers, #kankurgachi

আরো দেখুন