রাজ্য বিভাগে ফিরে যান

নজরে পারফরম্যান্স, বাজেটের আগে বিধানসভায় ‘নিস্ক্রিয়’ দলীয় বিধায়কদের কড়া নির্দেশ তৃণমূলের

February 9, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বিধানসভায় নিস্ক্রিয় বিধায়কদের তালিকা তৈরি করছে তৃণমূল। তৃণমূলের বিধায়ক সংখ্যা ২২১ হলেও বিধানসভায় বিল হোক বা প্রস্তাব পেশ, কোনও বিষয়ে আলোচনায় অংশ নেন না অনেকে। গত এক বছরে এরকম নীরব তৃণমূল বিধায়কের সংখ্যা শতাধিক। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে এবং দলীয় শৃঙ্খলায় জোর দিতে কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল। সূত্রের খবর, গত বছরে একদিনের জন্যও বিধানসভা অধিবেশনে বক্তব্য না রাখা বিধায়কদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

গত বছর মোট ৪০ দিন বিধানসভার অধিবেশনে তৃণমূলের শতাধিক বিধায়কের পারফরম্যান্স খুব খারাপ। বিধানসভার আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ কমছে কিছু তৃণমূল বিধায়কদের। অনেকে বিধানসভার উপস্থিতি রেজিস্টারে সই করে চলে গিয়েছেন। একদিনের জন্যও বক্তব্য রাখেন নি কোনও বিষয়ে। কিন্তু পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, বিধায়করা বিধানসভায় এসে শুধু সই করে চলে গেলে হবে না। বিধানসভার অধিবেশনে বক্তব্যও রাখতে হবে। অধিবেশনে প্রতিদিন উপস্থিতও থাকতে হবে সকল বিধায়কদের।

কয়েকদিনের মধ্যেই বাজেট অধিবেশন। তার আগে দলীয় বিধায়কদের আলোচনায় অংশগ্রহণ এবং বক্তব্য পেশ নিশ্চিত করতে চাইছে তৃণমূল পরিষদীয় দল। গত বছর নীরব ১০০ বিধায়কদের নাম তালিকায় রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলবেন পরিষদীয় দলের নেতৃত্ব। নতুনরা বিধানসভার রীতিনীতি শিখে বক্তব্যে অংশগ্রহন যাতে করেন সে সেদিকেও নজর দিচ্ছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #West Bengal Assembly, #MLA

আরো দেখুন