কলকাতা বিভাগে ফিরে যান

রাত ৯টা অবধি চললো বইমেলার শেষদিন, অন্তিমলগ্নে বই ক্রেতারা পেলেন ব্যাপক ছাড়

February 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রবিবার শেষ দিনে রাত ৯টায় বইমেলার প্রবেশ-দরজা বন্ধ হয়েছে । তবু, মেলার সাত নম্বর গেট দিয়ে প্রবেশের জন্য বইপ্রেমীদের লাইন ছিল দেখার মোট, কারণ অন্তিম লগ্নে কিছু দোকান থেকে দেওয়া হল বয়ের ওপর উপরি ছাড়।

কেমন ছাড় দেওয়া হল বইমেলার শেষ লগ্নে? স্বাভাবিকভাবে বইমেলায় বইয়ের ওপর ১০% ছাড় দেওয়া হয়। রবিবার রাতে শরৎ সমগ্রের প্রতি খণ্ডের ছাপা দাম যা কিনা ৩৫০ টাকা, বিক্রি হল ১৫০ টাকায়। কথামৃত সহ রামকৃষ্ণ ও বিবেকানন্দের বইয়ের প্যাকেজ বিক্রি হল ৪৫০ টাকায়।

জানা যাচ্ছে , শেষ বেলায় কিছু দোকানে দেড় হাজারের বই ৬০০ টাকায় পায় গেল, যাতে মিলেছে গল্প, উপন্যাস, কবিতা একসঙ্গে। শিশুদের ৬টা বই পাওয়া যে মাত্র ১০০ টাকায়। চাকরির পরীক্ষার বইয়ে তো শেষবেলার ছাড় ৩৫ শতাংশ। আবার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ৫৫০ টাকার বই বিকিয়েছে ২৫০ টাকায়। আমেরিকান লাইব্রেরির মেম্বারশিপ ৬৫০ টাকার জায়গায় নেওয়া হল ৪৫০ টাকা।

আসলে শেষ দিনে স্টক খালির জন্য অনেকেই ৪০-৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন। এই মেলায় রেকর্ড গড়ে বিক্রি হল ২৫ কোটি টাকার বই। গত বছরের থেকেও ২ কোটি টাকার বেশি। এসেছিলেন প্রায় ২৭ লক্ষ মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#crowd, #Kolkata International Book fair, #kibf, #KIBF 2025

আরো দেখুন