এই রাজ্যে বার্ড ফ্লুয়ের হানা – কতটা নিরাপদ বাংলার খাদ্যরসিকরা?
দেখুন ভিডিও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু-র হানায় প্রায় ৪ লক্ষ মুরগির মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। সকলের অনুমান, বার্ড ফ্লু সংক্রমণে পালে পালে মুরগির মৃত্যু হলেও সঠিক কারণটি যাচাই করার জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অন্ধ্রের পশ্চিম গোদাবরী জেলায় মূলত এই রোগের প্রকোপ দেখা গিয়েছে। সরকারি হিসেবে, গত ৪৫ দিনের মধ্যে অন্তত চার লক্ষ মুরগি মারা গিয়েছে।
তবে কেহন পশ্চিমবনে আর প্রভাব পড়েনি বলেই খবর।
অভিযোগ, উঠেছে মুরগি চাষিদের দায়িত্বজ্ঞানহীন আচরণও এই সংক্রমণ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।মনে করা হচ্ছে, মৃত মুরগিদের যত্রতত্র ফেলে দিচ্ছেন পোলট্রি মালিকরা। কেউ কেউ সোজা খালের জলে এবং জঞ্জাল ফেলার স্তূপে ফেলে চলে যাচ্ছেন। সে কারণে সংক্রমণ হু-হু করে বাড়ছে। ন্যূনতম সতর্কতা অবলম্বন না করার জন্যই পরিস্থিতি বিগড়ে গিয়েছে বলে তাঁর অভিযোগ।
পশুপালন দফতরের আধিকারিকদের মতে, বার্ড ফ্লু প্রতিবছরই হানা দেয়। পশুপালন দফতরের তরফে পোলট্রি মালিকদের সচেতনতায় উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য পশু চিকিৎসকদের গ্রামে গ্রামে পাঠানোর তৎপরতা শুরু হয়েছে।
আশা করা যাচ্ছে, এই সপ্তাহের শেষাশেষি অন্ধ্রপ্রদেশে সংক্রমণের হার কমতে শুরু করবে।