আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

এবার আন্দোলনে ব্রিটেনের কৃষকেরা! লন্ডনে হল ট্রাক্টর মিছিল

February 12, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার কৃষক আন্দোলনের ছায়া ব্রিটেনে! চলল ট্রাক্টর মিছিল। ১০ লক্ষ পাউন্ডের বেশি মূল্যের খামারের উপর ২০ শতাংশ উত্তরাধিকার কর চাপানোর পরিকল্পনা নিয়েছে কিয়ের স্টারমার সরকার। তার প্রতিবাদে সোমবার পথে নামেন কৃষকরা। কৃষকদের দাবি, অবিলম্বে এই নীতি বদলাতে হবে। গ্রামাঞ্চল থেকে রাজধানী লন্ডন পর্যন্ত মিছিল করলেন তাঁরা। মধ্য লন্ডনের হোয়াইটহল থেকে ট্রাফালগার স্কোয়্যার, ট্রাক্টরের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইউনিয়ন জ্যাক সহ সামরিক ট্যাঙ্কের উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে। তার উপরে লেখা ছিল, ‘উইথ আওয়ার ফারমার্স।’

গত বছরে উত্তরাধিকার কর চাপানোর প্রস্তাব পেশ করেছিলেন অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস। তারপর থেকেই লেবার সরকারের বিরুদ্ধে কৃষকদের ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। সোমবার রাস্তায় নামল সেভ ব্রিটিশ ফার্মিং মুভমেন্ট সহ একাধিক সংগঠন। কৃষকদের দাবি, সরকারের নীতির জেরে কম লাভবান পারিবারিক খামার বন্ধ হয়ে যাবে। অভিযোগ, করের বিপুল টাকা মেটাতে জমি বিক্রি করতে বাধ্য হবেন বহু কৃষক। বংশানুক্রমে পাওয়া খামার ভাগ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

লন্ডনের রাস্তায় ট্রাক্টর নিয়ে প্রতিবাদ দেখান কৃষকরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। প্রতিবাদ মিছিলের অন্যতম আয়োজক লিজ ওয়েবস্টার জানান, সরকারের নীতির কারণে কৃষিকাজে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। যার জেরে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। অভিযোগ মানতে রাজি নন লেবার পার্টির নেতারা। ২০২৬ সালের এপ্রিল থেকে নয়া নীতি চালু হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#farmers, #London, #britain, #Tractor Rally, #Farmers Protest

আরো দেখুন