প্রযুক্তি বিভাগে ফিরে যান

Gmail পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করতে যা করবেন

February 12, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একটি মেল আইডি ছাড়া প্রায় কোনও কাজই বর্তমানে করা সম্ভব নয়। আর বিশ্বে সর্বাধিক ব্যবহৃত হয় Gmail। অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করেই নানা অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। এমতাবস্থায় যদি কোনও ব্যক্তি Gmail আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন এবং এবং তার কাছে রিকভারি ইমেইল বা ফোন নম্বর না থাকে তা হলে উপায় কী?

আপনার জিমেইল আইডি লিখুন। ‘Recover Password’ আপশনে ক্লিক করুন। এখন, আপনার জিমেইল অ্যাকাউন্ট রিকভার করার জন্য আপনাকে দুটি অপশন দেওয়া হবে। এর মধ্যে একটি অপশনে mobile phone number লেখা থাকবে। এর মানে হল আপনার ফোনে যে সিমটি রয়েছে, সেই নম্বরের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড রিকভার করে ফেলতে পারবেন। আর একটা অপশনে email address লেখা থাকবে। এর মানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড ফিরে পাবেন।

তবে আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটি একটি মোবাইল ফোন নম্বর বা অন্য ইমেল ঠিকানার সঙ্গে লিঙ্ক করে থাকেন, তাহলে আপনি এর মধ্যে একটি ব্যবহার করে আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। আপনাকে আপনার Google অ্যাকাউন্টের সিকিওরিটি প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যদি আপনার Gmail অ্যাকাউন্টের জন্য সিকিওরিটি প্রশ্ন এবং উত্তর সেট করেন, তাহলে আপনি সঠিক উত্তর দিয়ে আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার বা রিকভার করতে পারবেন।

আপনি যদি আপনার Gmail অ্যাকাউন্টে একটি মোবাইল ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস না দিয়ে থাকেন, তাহলে আপনাকে আপনার Google অ্যাকাউন্টের সিকিওরিটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনি আপনার Gmail অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার দেওয়া উত্তরগুলি মনে রাখতে হবে। সিকিওরিটি প্রশ্নের উত্তর মনে না থাকলে আপনি Google Assist-এর সাহায্য নিতে পারেন। Google সহায়তা আপনাকে আপনার Gmail অ্যাকাউন্ট পুনরুদ্ধার বা রিকভার করতে সাহায্য করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#technology, #Gmail, #Password, #Gmail Password

আরো দেখুন