রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং (সিসিইউ) আলাদা থানা তৈরি করতে চেয়ে প্রস্তাব পাঠাল নবান্নে

February 12, 2025 | < 1 min read

সাইবার ক্রাইম উইং (সিসিইউ)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের প্রতিটি জেলায় এবং পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইম থানা রয়েছে। কিন্তু ওই থানাগুলিতে উন্নত পরিকাঠামো নেই। সাইবার জালয়াতির ধরন নিত্য পাল্টাচ্ছে। তাই জালিয়াতদের ‘মোডাস অপারেন্ডি’ বুঝতে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি প্রয়োজন ভালো মানের সফটওয়্যার বিশেষজ্ঞ। এই কারণেই রাজ্যে আলাদাভাবে তৈরি করা হয় সাইবার ক্রাইম উইং।

জেলাগুলি তাদের কাছে বিভিন্ন তথ্য চেয়ে পাঠাচ্ছে। একইসঙ্গে বহু কেসের সমাধান সাইবার ক্রাইম উইংয়ের তদন্তকারীরা করে দিচ্ছেন। কোনও জেলায় গিয়ে আলাদাভাবে তদন্ত করতে চাইলে, এই উইংকে কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। নিজস্ব থানা না-থাকায় তাদের কাছে অভিযোগ এলেও তার তদন্ত শুরু করতে পারছে না তারা। জেলার সাইবার থানায় কেস রুজু করার পর তদন্তে নামতে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি জেলার কোনও জায়গায় বেআইনি কল সেন্টার চলার খবর এলে গোপনে এফআইআর করে তদন্ত চালাতে পারছে না তারা। সে কারণে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং (সিসিইউ) তাদের আলাদা থানা তৈরি করতে চাইছে। তাদের তরফে এই সংক্রান্ত প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে বলে খবর।

সাধারণ মানুষও জেলার সাইবার ক্রাইম থানায় যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন না। এই কারণে সাইবার ক্রাইম উইং কেন্দ্রীয়ভাবে একটি থানা চাইছে, যাতে তারা সমস্ত বিষয় গোপনে ও আলাদাভাবে তদন্ত করতে পারে। তারই প্রস্তাব পাঠিয়েছে তারা নবান্নে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Police, #CCW, #Cyber Crime Wing

আরো দেখুন