প্রযুক্তি বিভাগে ফিরে যান

অচেনা লিঙ্কে ক্লিক না করেও হ্যাক হতে পারে আপনার WhatsApp! মুহূর্তে ফোনের সব ডেটা চলে যাচ্ছে হ্যাকারদের কাছে

February 12, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এ এবার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার মতো অনেক ঘটনা সামনে আসছে। মুহূর্তের মধ্যে ফোনের সব ডেটা হ্যাকারদের কাছে চলে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, দুই ডজন দেশের প্রায় ৯০ জন মানুষের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এই আক্রান্তদের মধ্যে রয়েছেন সাংবাদিক এবং নাগরিক সমাজের সদস্যরা, যাদের লক্ষ্য ছিল ইসরায়েলি কোম্পানি প্যারাগন সলিউশনসের একটি হ্যাকিং টুল।

উদ্বেগের বিষয়, প্যারাগনের স্পাইওয়্যার ‘জিরো-ক্লিক’ হ্যাক পদ্ধতি ব্যবহার করে। এর অর্থ, যাঁদের ফোন হ্যাক করা হচ্ছে তাঁদের কোনও ক্ষতিকারক লিঙ্কে ক্লিক করতে হয় না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পদ্ধতির মাধ্যমে হ্যাকাররা কারও সঙ্গে কোনও যোগাযোগ ছাড়াই তাদের শিকারের বৈদ্যুতিন যন্ত্রে প্রবেশ করতে পারে। এই ধরণের স্পাইওয়্যারের আক্রমণ বুঝিয়ে দিচ্ছে কিছু না করেই আপনি অজান্তেই হ্যাকিংয়ের শিকার হয়ে যেতে পারেন।

কী ভাবে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ জানতে পারলেন যে এর পিছনে প্যারাগন স্পাইওয়্যারই দায়ী। সে বিষয়ে খোলসা করতে চাননি তাঁরা। হোয়াটস অ্যাপের তরফ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cyber Fraud, #technology, #CYBER CRIME, #Hacked, #Whatsapp

আরো দেখুন