নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জাতিগত হিংসা বিদ্ধস্ত মণিপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি শাসন জারি করল কেন্দ্র।
রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে কিছুদিন আগেই ইস্তফা দিয়েছেন এন বীরেন সিংহ। তার পরে নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি র্রাজ্যের শাসন দল বিজেপি। ওয়াকিবহাল মহলে মনে কর হচ্ছিল রাষ্ট্রপতির শাসন জারি করা হবে। শেষ পর্যন্ত তাই হল।
দু’বছর ধরে অশান্তি কবলিত উত্তরপূর্বের রাজ্য মণিপুরে জাতিগত হিংসার ঘটনা থামাতে পারছিল না ডাবল ইঞ্জিন সরকার।