দেশ বিভাগে ফিরে যান

প্রকাশ্যে RSS-র নতুন সদর দপ্তরের ঝলক! জৌলুসে হার মানছে পাঁচ তারা হোটেলও

February 13, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লিতে গড়ে ওঠা আরএসএসের নতুন সদর দপ্তরের ঝলক প্রকাশ্যে এসেছে। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে ভবন। ৩.৭৫ একর জায়গাজুড়ে তিনটি বহুতল তৈরি হয়েছে। আরএসএসের নতুন সদর দপ্তরে সবমিলিয়ে ৩০০টি ঘর রয়েছে।

২০১৮ সাল থেকে ভবন তৈরির কাজ শুরু হয়েছিল। জানা গিয়েছে, ভবনের নাম রাখা হবে কেশব কুঞ্জ। সাধনা, প্রেরণা, অর্চনা নামে তিনটি টাওয়ার থাকছে সেখানে। প্রতিটি টাওয়ারই ১২ তলা উঁচু। রাম মন্দিরের অন্যতম প্রবক্তা অশোক সিঙ্ঘলের নামে নামাঙ্কিত হবে ভবনের প্রধান অডিটোরিয়াম। প্রায় ২৭০টি গাড়ি রাখার জায়গা থাকবে ভবনে। অনেকেরই দাবি, দীনদয়াল উপাধ্যায় মার্গে অবস্থিত বিজেপির সদর দপ্তরও প্রাসাদসম এই সদর দপ্তরের কাছে শিশু। চলতি মাসের ১৯ তারিখ এই ভবনে কার্যকর্তা মিলন আয়োজন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

আরএসএসের নতুন সদর দপ্তরের নকশা করেছেন গুজরাতের অনুপ দাভে। সাধনা টাওয়ারে থাকবে সমস্ত দপ্তর। অন্য দুটি টাওয়ার মূলত আরএসএস সদস্যদের বসবাসের জন্য। দুই টাওয়ারের মধ্যে থাকবে বিশাল লন। আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বেলিরামের মূর্তিও থাকবে সেখানে।

সবমিলিয়ে তিনটি অডিটোরিয়াম রয়েছে ভবনে, মোট ১৩০০ আসন রয়েছে সেখানে। পাঁচ শয্যার হাসপাতালও রয়েছে ভবনের অন্দরে। আরএসএসের সদর দপ্তরে থাকা ডিসপেনসরি থেকে আমজনতাও পরিষেবা পাবেন। গোটা দপ্তরের বিদ্যুতের ২০ শতাংশ মেটানোর জন্য বসানো হয়েছে সোলার প্যানেল। কাঠ ব্যবহার না করে গ্রানাইটের ফ্রেম লাগানো হয়েছে ভবনে। আরএসএসের নতুন সদর দপ্তরে গ্রন্থাগারও থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #RSS

আরো দেখুন