রাজ্য বিভাগে ফিরে যান

ফেব্রুয়ারিতেই রাজ্যের ২ হাজার চিকিৎসকের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, চিকিৎসকদের অভাব-অভিযোগের কথা শুনবেন তিনি

February 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন বছরে প্রথমবার চিকিৎসকদের সঙ্গে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ এই সভার আয়োজন করা হয়েছে। সেখানে সিনিয়র, জুনিয়র, সরকারি এবং বেসরকারি সব মিলিয়ে উপস্থিত থাকবেন প্রায় ২ হাজার চিকিৎসক। তবে তাঁরা কোনও চিকিৎসক সংগঠনের ব্যানারে হাজির থাকবেন না এই সভায়। তাৎপর্যপূর্ণভাবে ওই বৈঠকের নামকরণ করা হয়েছে-‘চিকিৎসার অপর নাম সেবা’।

আরজি কর কাণ্ডের পর থেকেই চিকিৎসক সমাজের সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছিল। প্রশ্নের মুখে এসে দাঁড়ায় সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, সেই সঙ্গেই প্রকাশ্যে আসে স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ। পথে নেমে আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ।

পরবর্তীতে স্যালাইন কাণ্ডের পর নবান্নের বৈঠক থেকে চিকিৎসকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১২ জন চিকিৎসককে। যা নিয়ে ফুঁসে উঠেছিলেন ডাক্তারদের একাংশ। এই আবহে চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের বিষয়টি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #doctors, #Meeting

আরো দেখুন