‘JioHotstar’-এ কী কী বাড়তি সুবিধা মিলবে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ওয়াল্ট ডিজনি কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত JioStar, ১৪ ফেব্রুয়ারি ২০২৫-এ তাদের নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম, JioHotstar চালু করেছে। এই প্ল্যাটফর্মটি JioCinema এবং Disney+ Hotstar-এর একত্রিতকরণের ফলাফল বলে জানা যাচ্ছে। JioHotstar-এর বিশাল লাইব্রেরি রয়েছে, যেখানে সিনেমা, টিভি শো, খেলাধূলা এবং বিশ্বব্যাপী বিভিন্ন ধরণের বিষয়বস্তু সম্পন্ন বিনোদন প্রদান করা হবে বলে জানা যাচ্ছে। এছাড়া, প্ল্যাটফর্মটি 4K স্ট্রিমিং, AI-দৃষ্টিভঙ্গি এবং মাল্টি-অ্যাঙ্গেল ভিউইংয়ের মতো উন্নত বৈশিষ্ট্যও প্রদান করছে।
JioHotstar সাবস্ক্রিপশনের ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি নিয়ে এসেছে, যার মাধ্যমে প্রতি মাসে সীমিত সংখ্যক ঘণ্টার জন্য বেশিরভাগ বিষয়বস্তু বিনামূল্যে দেখা যাবে। তবে, হলিউডের সিনেমাগুলি দেখতে গেলে আপনাকে সাবস্ক্রিপশন করেই দেখতে হবে।
JioStar-এর সিইও-ডিজিটাল কিরণ মানি ব্যাখ্যা করেছেন যে, এই ধরনের অফারের লক্ষ্য হল ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন নেওয়ার আগে বিভিন্ন ধরণের সামগ্রীর নমুনা দেওয়ার সুযোগ দেওয়া। তিনি বলেন, “আমরা চাই সবাই আমাদের প্ল্যাটফর্মটি অন্বেষণ করুক, তা সে ক্রিকেট ম্যাচ হোক বা জনপ্রিয় টিভি শো”।