রাজ্য বিভাগে ফিরে যান

দলের কোন্দলে লেজেগোবরে CPI(M)! জেলা সম্পাদক নির্বাচনে আজ আলিমুদ্দিনে বৈঠক

February 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দলীয় কোন্দলে কার্যত লেজেগোবরে অবস্থা সিপিএমের! দলীয় কোন্দলের জেরে উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন থেকে নতুন কমিটি গড়তে পারেনি সিপিএম। এক সপ্তাহ বাদে গত রবিবার সম্মেলনের প্রতিনিধিদের নিয়ে বারাসতের পার্টি অফিসে বিশেষ অধিবেশন বসেছিল। ভোটাভুটিতে নয়া কমিটি গড়া গেলেও সম্পাদক বাছাই করা যায়নি। কারণ জেলা সম্পাদক ছিলেন মৃণাল চক্রবর্তী, ভোটাভুটিতে তিনি গোহারা হেরেছেন। বাদ পড়েছেন জেলা কমিটি থেকে। আজ, বুধবার আলিমুদ্দিনে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক নির্বাচন করতে ডাকা হয়েছে নবগঠিত কমিটির সদস্যদের। অন্দরের খবর, সম্পাদক পদের জন্য চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এক মহিলা নেত্রীর নামও শোনা যাচ্ছে।

গত রবিবার ভোটাভুটির দিন উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, তার জেরে সেদিন সম্পাদক নির্বাচনের ঝুঁকি নেয়নি নেতৃত্ব। আজ, বুধবার আলিমুদ্দিনে পার্টির রাজ্য দপ্তর বসছে সিপিএম। দলের একাংশ বলছে, পার্টি হুইপ জারি করে কাউকে সম্পাদক পদে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভোটাভুটি নিশ্চিত। উঠে এসেছে চারজনের নাম। তালিকায় রয়েছেন পলাশ দাস, সোমনাথ ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায়ের মতো নেতাদের নাম। এক মহিলানেত্রীও আছে লড়াইয়ে। চারজনই সিপিএমের রাজ্য কমিটির সদস্য। প্রত্যেকের সঙ্গেই আলিমুদ্দিনের ঘনিষ্ঠতা রয়েছে।

পলাশ ও সোমনাথের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন কেউ কেউ। একদা ‘লালদুর্গ’ বলে পরিচিত উত্তর ২৪ পরগনা জেলায় সিপিএমের এহেন দৈন্যদশায় চিন্তিত বাম শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Cpim, #politics, #North 24 Parganas, #General secretary

আরো দেখুন