রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় তৈরি হবে আরও পাঁচটি তাপবিদ্যুৎ কেন্দ্র, উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করবে রাজ্য

February 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী কয়েক বছরের মধ্যেই বাংলায় অন্তত চার থেকে পাঁচটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার কথা ভাবছে সরকার। প্রত্যেকটিই পিপিপি মডেলে গড়ে তোলা হবে। এতে রাজ্যে বিদ্যুতের জোগান বাড়বে। পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে রাজ্যের আয়ের ভাবনা রয়েছে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মাস খানেক আগেই পশ্চিম মেদিনীপুরের শালবনিতে দু’টি ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ ইউনিট নির্মাণের বরাত পেয়েছে জেএসডব্লিউ গোষ্ঠী। প্রকল্প রূপায়নের জন্য জমির ব্যবস্থা করেছে রাজ্য। ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ২০৩০ সালের মধ্যে জোড়া তাপবিদ্যুৎ উৎপাদনকারী ইউনিট গড়ে তুলবে জেএসডব্লিউ গোষ্ঠী। বিদ্যুতের উৎপাদন শুরু হলে তার পুরোটাই ৫ টাকা ৪৫ পয়সা প্রতি ইউনিট দর দিয়ে কিনে নেবে রাজ্য।

পাশাপাশি সাঁওতালডিহি ও দুর্গাপুরের ডিপিএল-এ দু’টি ৬৬০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ইউনিট এবং বক্রেশ্বরে আরও দু’টি ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন ইউনিট গড়ে তুলতে চাইছে রাজ্য। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের সিদ্ধান্ত অনুযায়ী, পিপিপি মডেলে সবক’টি কেন্দ্রই গড়ে তোলা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #electricity, #power plants, #thermal power plants

আরো দেখুন