কলকাতা বিভাগে ফিরে যান

পিপিপি মডেলে ট্রাম চালানোর কথা ভাবার পরামর্শ হাইকোর্টের

February 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শহরের ট্রামলাইন তুলে ফেলায় নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তা সত্ত্বেও কলকাতায় একাধিক ট্রাম লাইন তুলে ফেলা হয়েছে। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বেঞ্চ আরও একবার স্পষ্ট করে দিল, শহরে যেসব জায়গায় ট্রাম লাইন এখনও রয়েছে সেগুলি কোনভাবেই বিটুমিনাইজ করা বা তুলে ফেলা যাবে না।

ট্রাম বাঁচাতে আগে একটি কমিটি গঠন করেছিল ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চ নির্দেশে স্পষ্ট করে দিয়েছে, পিপিপি মডেলে ট্রাম চালানোর জন্য উদ্যোগ গ্রহণ করার বিষয়ে সদর্থক আলোচনা বা সিদ্ধান্ত নিতে হবে কমিটিকে। আদালত গঠিত কমিটির রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় (দাস)।

তবে ট্রামলাইন কে বা কারা তুলে ফেলেছেন তা নিয়ে অন্ধকারে রাজ্য। এ বিষয়ে আগেই কলকাতা পুলিসকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সে বিষয়ে তদন্ত জারি রাখতে বলেছে আদালত। তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্টও পেশ করতে বলেছে। অন্যদিকে, রাজ্যের আইনজীবী জানান, ময়দান থেকে খিদিরপুর পর্যন্ত পিপিপি মডেলে ট্রাম চালানো যেতে পারে। আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি সংস্থা যারা এই মডেলে যুক্ত হতে চায় তাদের আহ্বান জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Kolkata Tram, #PPP Model

আরো দেখুন