রাজ্য বিভাগে ফিরে যান

ন্যায্যমূল্যে রাজ্যবাসীর পাতে মাছ তুলে দিতে সুফল বাংলা মৎস্য বিপণি খুলছে রাজ্য

February 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কথায় বলে, মাছে ভাতে বাঙালি। মধ্যাহ্নভোজই হোক বা কোনও অনুষ্ঠান বাড়ির ভূরিভোজ—পাতে এক টুকরো মাছ না হলে পেটপুজো যেন অসম্পূর্ণ থেকে যায়। এমনকী ফুটবল মাঠে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ফিরে ফিরে আসে ইলিশ আর চিংড়ির তরজা। তাই রাজ্যের মৎস্য দপ্তর সুলভে নাগরিকদের পাতে মাছ তুলে দিতে সুফল বাংলা মৎস্য বিপণি খুলতে চলেছে। এর জন্য আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সোমবার বিধানসভায় একথা জানিয়েছেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লবরায় চৌধুরী। মন্ত্রী জানিয়েছেন, সব মিলিয়ে রাজ্যে ১০০ বিপণি খোলা হবে। প্রথম ধাপে ৩৫টি বিপণি খোলা হবে। আর এর মধ্যে কলকাতায় থাকছে ১২টি স্টল। যার মধ্যে দক্ষিণ কলকাতায় পাঁচটি, উত্তর কলকাতায় তিনটি স্টল খোলা হবে। এছাড়া, বিধাননগরে একটি ও নিউটাউনে তিনটি স্টল খোলা হবে। মূলত স্বনির্ভর গোষ্ঠী এবং মৎস্য সমবায়গুলিকে এই বিপণি চালানোর দায়িত্ব দেওয়া হবে। সেগুলি সফল হলে আগামী দিনে স্টলের সংখ্যা আরও বাড়ানো হবে।

মন্ত্রী জানিয়েছেন, সবজি বিক্রির জন্য সুফল বাংলার যে স্টল রয়েছে তার গায়েই এই স্টল খোলা হবে। এছাড়া, এই বিপণিগুলিতে টাটকা মাছ আনা হবে মৎস্য দপ্তরের আওতায় নিজস্ব যেসব জলাশয় থেকে। সেই জলাশয়ে চাষ করা মাছ এনে বিক্রি করা হবে। যদিও মাছের দাম কত রাখা হবে? সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে এর ফলে আমজনতার সুবিধা হবে বলেই মনে করছে দপ্তর। সেখান থেকে বাজারদরের তুলনায় কম দামেই মাছ কিনতে পারবেন সাধারণ মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#fish, #Fishes, #sufal bangla fish market, #West Bengal

আরো দেখুন