শালবনিতে স্টিল প্ল্যান্টে কবে থেকে উৎপাদন শুরু হবে জানালেন সৌরভ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শালবনিতে স্টিল প্ল্যান্টের কথা ঘোষণা করেছেন তিনি। সেই স্টিল প্ল্যান্টে উৎপাদন কবে শুরু হবে? বেশ কিছুদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। এই নিয়ে এবার জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
শুক্রবার কলকাতার এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের মতামত পেশ করার পাশাপাশি শিল্প নিয়েও কথা বলেন তিনি। জানান, ”শালবনিতে আমরা স্টিল প্ল্যান্ট তৈরি করছি। স্টিল প্ল্যান্ট তো দু’মাসে হয় না। ১৮ থেকে ২০ মাসের মধ্যে প্রোডাকশন শুরু হবে। প্রচুর কর্মসংস্থান হবে।”
উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ দেখে বিনিয়োগে আগ্রহী হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শালবনিতে আগেও তাঁর প্রস্তাবিত ইস্পাত কারখানার কথা হয়েছিল। পরে তার জায়গা নিয়ে একটা সংশয় তৈরি হয়। শালবনি নাকি গড়বেতা – কোথায় হবে সৌরভের ইস্পাত কারখানা? এনিয়ে প্রশ্ন ওঠে। শোনা যায়, শালবনির বদলে গড়বেতাকে বেছে নেওয়া হয়েছে। এরপর গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, সৌরভের কারখানা নিয়ে আইনি জটিলতা রয়েছে বলে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না ‘দাদা’। তবে শালবনির কারখানা নিয়ে সৌরভ নিজেই জানালেন, ১৮ থেকে ২০ মাসের মধ্যেই উৎপাদন শুরু হবে। কর্মসংস্থানও হবে ঢের।