কলকাতা বিভাগে ফিরে যান

ভাষাদিবসকে শ্রদ্ধা জানাতে শুক্রবার গোটা দিনই বাংলায় শুনানি করেন বিচারপতি

February 22, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা উচ্চ আদালতে রোজকার মতোই ‘মাই লর্ড…’ বলে কিছু একটা ‘মেনশন’ করতে চাইছিলেন এক আইনজীবী। তৎক্ষণাৎ তাঁকে থামিয়ে দিয়ে বিচারপতি বলে উঠলেন, ‘বাংলায় কথা বলো! আজ একুশে ফেব্রুয়ারি।’ হ্যাঁ, ভাষাদিবসকে শ্রদ্ধা জানাতে এররপর শুক্রবার গোটা দিনই বাংলায় শুনানি করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

তবে তাল যে কাটেনি তা নয়, বিশেষত বাংলায় সওয়াল করতে বেশ বেগ পেতে হয় আইনজীবীদের। শুধু আইনজীবীরাই নন, কিছুক্ষণের মধ্যে একটি ইংরেজি শব্দ উচ্চারণ করে বিচারপতি নিজেই বলে ফেলেন, ‘যাঃ, এই দেখ, আমি নিজেই ইংরেজি বলে ফেললাম!’ পরক্ষণেই বিচারপতি বলেন, ‘আমার ভাষা খুব কঠিন। অথচ উত্তর ও মধ্য ভারতে আদালতের সব কাজকর্ম হিন্দিতেই হয়। এমনকী অর্ডারও লেখা হয় ওই ভাষায়।’ বিচারপতি বসুর এজলাসে এদিন মামলার কাজ বাংলাতেই চলতে থাকে। আইনজীবীরাও হোঁচট খেতে খেতেই কথা বলতে থাকেন বাংলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#bangla, #bengali language, #calcutta high court, #International Mother Language Day, #Judgement

আরো দেখুন