রাজ্য বিভাগে ফিরে যান

নেতাজি ইন্ডোর ২৭ ফেব্রুয়ারি বৈঠকে বসছে তৃণমূল, ছাব্বিশের লড়াইয়ের সুর বেঁধে দেবেন মমতা?

February 23, 2025 | < 1 min read

ছাব্বিশের লড়াইয়ের সুর বেঁধে দেবেন মমতা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাখির চোখ বঙ্গের বিধানসভা নির্বাচনে আড়াইশো আসনে জয়। বিধানসভা নির্বাচনের এক বছর আগে রণকৌশল ঠিক করতে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল। সূত্রের খবর, আগামী ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বহু প্রতীক্ষিত বৈঠকে বসছে জোড়াফুল শিবিয়ে। দলের সব বিধায়ক, সব সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি-সহ দলের সমস্ত পদাধিকারীকে ডাকা হচ্ছে। আমন্ত্রণ পৌঁছে যাবে তাঁদের কাছে। নেতাজি ইন্ডারের বৈঠকে সংগঠনের রদবদল নিয়ে আলোচনার সম্ভাবনা প্রবল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাথমিক রূপরেখা ঠিক করা হতে পারে। রাজনৈতিক মহলের মত, এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিগত লোকসভা ভোটের সাফল্যকে হাতিয়ার করে এগোচ্ছে তৃণমূল। বড় হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এক গুচ্ছ জনকল্যাণমূলক সামাজিক প্রকল্প, নাগরিক পরিষেবা। সংগঠনে প্রয়োজনীয় রদবদলও করতে চান নেত্রী। জল্পনা ছিলই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মমতা বৈঠকে বসতে পারেন। দিনক্ষণ প্রকাশ্যে এল।

মনে করা হচ্ছে, কড়া নিয়মশৃঙ্খলায় দলকে বেঁধে জনসংযোগ আরও বাড়াতে নতুন নতুন কর্মসূচি ঠিক করতে পারেন তিনি। সরকারি প্রকল্পের প্রচার, উন্নত পরিষেবা, মজবুত সংগঠন নিয়ে ২৬-এর বিধানসভায় রেকর্ড ভোটে জয়ের জন্য ঝাঁপাবে জোড়াফুল শিবির। সুপ্রিমো কী বার্তা দেন, সেদিকেই নজর সকলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #Meeting, #Netaji Indoor Stadium

আরো দেখুন