কলকাতা বিভাগে ফিরে যান

শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়! IC-SFI ঝামেলায় বন্ধ সঙ্গীতানুষ্ঠান

February 23, 2025 | < 1 min read

শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়! IC-SFI ঝামেলায় বন্ধ সঙ্গীতানুষ্ঠান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে গেল ছাত্র সংগঠন আইসি আয়োজিত নবীন বরণের অনুষ্ঠান আইকন। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাতিল করা হয় সঙ্গীতানুষ্ঠান। অভিযোগ, বহিরাগতরা এক ছাত্রীর শ্লীলতাহানি করেছে। তা ঘিরেই আইসি এবং এসএফআই-এর ঝামেলা পৌঁছল মঞ্চে।

সমাজ মাধ্যমে শ্লীলতাহানির অভিযোগ জানিয়ে পোস্ট করেন স্নাতকের এক ছাত্রী। এছাড়াও সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট থেকে জানা যাচ্ছে, ছাত্র সংগঠন আইসির তরফে শুক্রবার নবীন বরণের অনুষ্ঠান আইকন চলছিল। স্নাতকস্তরের তৃতীয় বর্ষের ছাত্রী মঞ্জিষ্ঠা বসু সমাজ মাধ্যমে অভিযোগ করেন, ওই অনুষ্ঠান চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অহন কর্মকার গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানি করে। মারধর করে মাইক্রোফোন কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে অহনের বিরুদ্ধে। মঞ্চে দুপক্ষের বাকবিতণ্ডা, হাতাহাতি শুরু হয়। আইসির অভিযোগ, যাঁরা মাইক কেড়ে মারধর করেছিলেন, তাঁরা এসএফআইয়ের সদস্য।

আইকন অনুষ্ঠানে গান শোনাতে এসেছিলেন সঙ্গীতশিল্পী পটা ওরফে অভিজিৎ বর্মণ ও তাঁর সতীর্থরা। মঞ্চে ছাত্রছাত্রীদের গন্ডগোলের জেরে তাঁরা গান গাইতে পারেননি। শুক্রবার রাতভর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল তপ্ত। শনিবারও তাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#SFI, #Concert, #IC, #Molestation, #presidency university

আরো দেখুন