বিনোদন বিভাগে ফিরে যান

অপেক্ষার অবসান, মুক্তি পেতে চলেছে সলমন ও রশ্মিকা অভিনীত ‘সিকান্দার’

February 23, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতীক্ষার অবসান, ঈদের মরশুমে মুক্তি পেতে চলেছে সলমন খান ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘সিকান্দার’। দীর্ঘদিন ধরে এই ছবির জন্য অপেক্ষা করছেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, ছবির শ্যুটিং প্রায় শেষ পর্যায়ে। দু’দিনের শ্যুটিং বাকি রয়েছে বলে খবর।

১৪ ফেব্রুয়ারি মুম্বইতে নিজের চরিত্রের শ্যুটিং শেষ করেছেন সলমন। সেদিন সারারাত সেটে ছিলেন ভাইজান। শ্যুটিং শেষ হয় সকাল ছ’টা নাগাদ। রাজকোটে কয়েকটি দৃশ্যর শ্যুট বাকি রয়েছে। তার জন্য দু ’দিন ধার্য করা হয়েছে। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সেই দৃশ্যগুলির শ্যুটিং শেষ হয়ে যাবে বলেই আশা নির্মাতাদের। ইতিমধ্যেই সম্পাদনার কাজও শুরু হয়েছে। সিকান্দারের কাজের অবসরে এক হলিউড প্রজেক্টের কাজের জন্য সৌদি আরবে গিয়েছেন সলমন। তাঁকে ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Salman Khan, #Eid, #Rashmika Mandanna, #Eid 2025, #Sikandar

আরো দেখুন