রাজ্য বিভাগে ফিরে যান

ছুটছে বাংলার অর্থনীতি! জানুয়ারিতে রাজ্যের GST আদায় বাড়ল ১০.২%

February 23, 2025 | < 1 min read

ছুটছে বাংলার অর্থনীতি! জানুয়ারিতে রাজ্যের GST আদায় বাড়ল ১০.২%। গ্রাফিক্স: মোঃ রবিউল ইসলাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৫-২৬ অর্থবর্ষে রেকর্ড জিএসটি আদায় হল বাংলায়। গত অর্থ বছরের জানুয়ারি মাসের তুলনায় চলতি অর্থবর্ষের একই সময়ে রাজ্যে প্রায় ১০.২ শতাংশ জিএসটি আদায় বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যান বলে দিচ্ছে, দ্রুত গতিতে এগোচ্ছে বাংলার অর্থনীতি।

মানুষের হাতে নগদ অর্থের জোগান সুনিশ্চিত করতে একাধিক জনকল্যাণমুলক প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার জেরে চাঙ্গা হয়েছে রাজ্যের অর্থনীতি। সরকারের এই দাবিই প্রমাণিত হল জিএসটি আদায় বৃদ্ধির পরিসংখ্যানে।

চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত বাংলায় জিএসটি আদায় হয়েছে ৩৮ হাজার ৪০০ কোটি টাকা। গত অর্থবর্ষের প্রথম ১০ মাসে জিএসটি আদায়ের পরিমাণ ছিল ৩৪ হাজার ৮০০ কোটি টাকা। অর্থাৎ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, রাজ্যের মানুষের হাতে নগদের জোগান বৃদ্ধি পাওয়ায় ব্যাপকভাবে বেড়েছে ক্রয়ক্ষমতা। ফলেই জিএসটি আদায় এক ধাক্কায় অনেকটা বেড়েছে। যা দৃঢ় অর্থনীতির সাক্ষ্য বহন করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Economy, #GST, #GST collection

আরো দেখুন