বনগাঁ-বারাকপুরে স্থগিত BJP-র জেলা সভাপতি নির্বাচন! বঙ্গের মাটিতে পথ হারাচ্ছে গেরুয়া পার্টি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্যালেন্ডার পাল্টালেই বাংলায় বিধানসভা নির্বাচন। ভোটকে মাথায় রেখে সংগঠনকে মজবুত করতে নেমেছে সব দল। বঙ্গ বিজেপিও সাংগঠনিক জেলাগুলির জেলা সভাপতি নির্বাচন করছে। ৩৯টি সাংগঠনিক জেলায় জেলা সভাপতি নির্বাচন হলেও চারটি সাংগঠনিক জেলায় তা স্থগিত রয়েছে।
বনগাঁ, ব্যারাকপুর, যাদবপুর ও দার্জিলিং সাংগঠনিক জেলার জেলা সভাপতি নির্বাচন স্থগিত রেখেছে বিজেপি। সংশ্লিষ্ট সাংগঠনিক জেলাগুলিতে ৫০ শতাংশের বেশি মণ্ডল নির্বাচন করা যায়নি। তাই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। বনগাঁ ও দার্জিলিং সাংগঠনিক জেলায় বিজেপির সাংসদ রয়েছেন। তার মধ্যে বনগাঁ হল খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এলাকা। ব্যারাকপুরে পদ্ম শিবিরের নেতা অর্জুন সিং। সেখানেও একই হাল।
বিজেপির বক্তব্য, ৫০ শতাংশ মণ্ডল নির্বাচন করা গেলে, তবেই জেলা সভাপতি নির্বাচন করা যায়। কিন্তু, এই চার সাংগঠনিক জেলায় তা না হওয়ায় আপাতত জেলা সভাপতি নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে দলের মধ্যে ক্ষোভ, বিক্ষোভের শেষ নেই। কোন্দলের জেরে বহু মণ্ডলে নির্বাচন হয়নি।