চিকিৎসার আরেক নাম সেবা শীর্ষক অনুষ্ঠানে চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার, ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের চিকিৎসকদের সম্মেলনের আয়োজন করেছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ‘চিকিৎসার আরেক নাম সেবা’ শীর্ষক অনুষ্ঠানে চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী জানান, ইন্টার্ন, হাউজস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের ১০ হাজার টাকা বেতন বাড়ানো হচ্ছে। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন ১৫ হাজার টাকা করে বাড়ানো হবে। সিনিয়র রেসিডেন্টদের স্যালারি ৬৫ হাজার থেকে বেড়ে হবে ৮০ হাজার টাকা। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭০ হাজার থেকে বেড়ে হবে ৮৫ হাজার। পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭৫ হাজার থেকে বেড়ে হবে ৯০ হাজার টাকা।
পাশাপাশি মেদিনীপুর মেডিক্যাল কলেজ স্যালাইন কাণ্ডে সাসপেন্ড হওয়া জুনিয়র ডাক্তারদের সাসপেনশন তুলে নেওয়া হল বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, জুনিয়র চিকিৎসকদের ভবিষ্যতের কথা ভেবে সাসপেনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।