ভূতুড়ে ভোটার নিয়ে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন, তৃণমূলের লাগাতার অভিযোগের জের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভূতুড়ে ভোটার নিয়ে অভিযোগ উঠতেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। স্বতঃপ্রণোদিতভাবে জেলাগুলির থেকে নির্ভুল ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। জেলাশাসকদের নিয়ে তিনি ভিডিও কনফারেন্স করতে পারেন বলেও খবর। ভূতুড়ে ভোটার নিয়ে জেলায় জেলায় নজরদারি বাড়িয়েছে তৃণমূল। নির্বাচনী ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের কাছে ডেপুটেশন দিচ্ছে তৃণমূল।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার উপর গুরুত্ব দিয়েছে রাজ্যের শাসক দল। অভিযোগ, অনলাইনের মাধ্যমে ভোটার বৃদ্ধির চেষ্টা করছে একটি ভূতুড়ে রাজনৈতিক দল। অভিযোগের তীর কেন্দ্রের শাসক দলের দিকে। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি পঞ্চায়েতে সাড়ে চার হাজার ভোটার বৃদ্ধি রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জেলায় জেলায় নির্দেশ পাঠানো হয়েছে, ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। নতুন কেউ নাম তুলেছেন কি না, সশীরের হাজিরা দিয়ে ভোটারের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে কি-না, এলাকায় বাইরের কোনও লোক আসছেন কি-না, এসব বিষয়ে নজর রাখার নির্দেশ পৌঁছেছে জেলা নেতৃত্বের কাছে। জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়ে দলের বক্তব্য তুলে ধরছেন তৃণমূল নেতারা।
সোমবার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন খড়দহের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজ, মঙ্গলবার বিডিও ও এসডিওদের কাছে তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলাতেই তৃণমূলের পক্ষ থেকে ভোটার তালিকার উপর নজরদারি বৃদ্ধি এবং কমিশনের উপর চাপ বাড়ানো হয়েছে। তারপরেই ভূতুড়ে ভোটার সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে দেখা গিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রের শাসক দল বিজেপির যোগসাজশ রয়েছে, এমনই অভিযোগ উঠছে নানা মহলে।