রাজ্য বিভাগে ফিরে যান

নেতাজি ইন্ডোরে তৃণমূলের মিটিংয়ে কাদের হাজির থাকতে হবে?

February 26, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বেলা ১১টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা ডেকেছেন। ২০২৬-র বিধানসভা ভোটের আগে এই সভার দিকে তাকিয়ে বঙ্গ রাজনীতি। মিটিংয়ে তৃণমূল সুপ্রিমো কী বলেন সেদিকে তাকিয়ে আছেন অনেকেই। তিনি দলকে কী নির্দেশ দেন, দলের সমস্তস্তরের নেতা কর্মীদের নজর রয়েছে সেদিকে।

রাজ্য তৃণমূলের তরফে জেলায় জেলায় নির্দেশ পাঠানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, নিম্নোক্ত বর্গের কর্মীদের সভায় যোগদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

১) সাংসদ ও বিধায়কগণ
২) রাজ্য পদাধিকারী
৩) জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানগণ ও জেলা শাখা সংগঠন সভাপতি( যুব, মহিলা, আইএনটিটিইউসি)
৪) জেলা পরিষদ সদস্যগণ
৫)কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির মেয়র, ডেপুটি মেয়র ও চেয়ারম্যান ও কাউন্সিলরগণ
৬) ব্লক সভাপতি( মাদার, যুব, মহিলা, আইএনটিটিইউসি)
৭) অঞ্চল সভাপতি( মাদার)
৮) পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান
৯) পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি
১০) শাখা সংগঠনের রাজ্য সভাপতি।

এই সমস্ত পদাধিকারীরা সভায় উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে দলের পাঠানো চিঠিতে।

সেই সঙ্গে চিঠিতে লেখা হয়েছে, জেলা সভাপতিদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তারা যেন নিজেদের জেলার ডেলিগেট লিস্ট তৈরি করে নাম, পদ, ফোন নম্বর সহ ২৫শে ফেব্রুয়ারির মধ্যে জয়প্রকাশ মজুমদার (রাজ্য সহ সভাপতির) কাছে পাঠিয়ে দেন। সেই সঙ্গেই কোন হোয়াটস অ্যাপ নম্বরে পাঠাতে হবে সেটাও জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলা বজায় রাখতে নির্ধারিত সময়ের কিছু আগে সবাইকে স্টেডিয়ামে আসতে হবে। নির্ধারিত জায়গায় আসন গ্রহণ করতে হবে।

২০২৬-র বিধানসভা ভোটের আগে তৃণমূলের মেগা ইভেন্টের দিকে গোটা দল তাকিয়ে আছে। দলের অন্দরে রদবদল কিছু হয় কি-না দেখিয়েও রয়েছে নজর। আগামী দিনে কোন ইস্যুর উপর ভিত্তি করে দল বিরোধীদের চাপে রাখবে, সংগঠনকে কীভাবে সাজাতে হবে, মমতা কী পরামর্শ দেন সেদিকে তাকিয়ে রয়েছেন নেতা-কর্মীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #Trinamool Congress, #Netaji Indoor Stadium

আরো দেখুন