রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূলের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে ২০২৬-র টার্গেট বেঁধে দিলেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়

February 27, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দলের মেগা ইভেন্ট, কর্মী সম্মেলনে নেতাজি ইনডোর থেকে আগামী বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেঁধে দিলেন টার্গেট। ছাপিয়ে যেতে হবে একুশের আসন সংখ্যা। বললেন,”২১৫-এর বেশি আসন নিয়ে ছাব্বিশের ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৪ থেকে একটা হলেও আসন বাড়াতে হবে। বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক ছটাক জমিও ছাড়ব না। একাই লড়াই করব।”

প্রথমেই অভিষেক বলেন, “অনেক দিন পরে সকলের সঙ্গে দেখা হল। নেত্রী মমতার নির্দেশ গ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে সকলে এসেছেন। কিছু নেতাকর্মীর সঙ্গে আমার হোয়াট্‌সঅ্যাপে শুভেচ্ছা বিনিময় হয়েছে। কিন্তু দেখা হল অনেক দিন পরে। নতুন বছরের শুভেচ্ছা সকলকে।”

অভিষেক বলেন, “সন্দেশখালি থেকে শুরু করে আরজি কর, বার বার মানুষকে ভুল বোঝানো হয়েছে। বাংলায় চক্রান্ত করা হয়েছে, এখনও চক্রান্ত চলছে। আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আঁকড়ে রাখব। আজ থেকে ঠিক এক বছর আগে ২৭ ফেব্রুয়ারি বাংলায় কী পরিস্থিতি ছিল। কীভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলুষিত করার চক্রান্তক বিরোধীরা করেছিল। মানুষ তাঁর যোগ্য জবাব দিয়েছে লোকসভা নির্বাচনে ২২ টি। বিজেপির ১৮ টা আসন ছিল। কুৎসার কারণে ১২ টা আসনে নেমে এসেছে। ২০২৪ সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম, আমরা মানুষের পাশে আছি।”

এরপরেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। তিনি বলেন, “এখনও গরিবের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। ২০২৪-এ বলেছিলাম, তিন-চার মাস অপেক্ষা করব। তার পরেও আবাসের টাকা না-দিলে, রাজ্য সরকার বাড়ি করার ব্যবস্থা করবে। ওদের টাকায় আমরা বেঁচে থাকি না। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়েছে।”

এজেন্সিকে নিশানা করে অভিষেক বলেন, “বিজেপির কাছে সিবিআই-ইডি-ইনকাম ট্যাক্স-সংবাদ মাধ্যমের একাংশ আছে। কিন্তু বুক দিয়ে আগলে রাখার মতো একজনও কর্মী তৈরি করতে পারেনি ওরা।
খবরে দেখাচ্ছে, আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে। দু’জায়গায় খালি আমার নাম লিখেছে। কে অভিষেক, বাড়ি কোথায়, কোনও পরিচয় লেখা নেই। সিবিআই ভাববাচ্যে কথা বলছে। ওদের এই ভয় আমার ভাল লেগেছে। আমি কথা পাল্টাই না। আগেও বলেছিলাম, কেউ কোনও দুর্নীতি প্রমাণ করতে পারলে, ফাঁসির মঞ্চে চলে যাব।”

নেতাজি ইনডোরে অভিষেক আরও বলেন, “খবরে রটিয়ে দেওয়া হচ্ছে, আমি নাকি বিজেপিতে যাব। খবরের সব মিথ্যা। আমার গলা কেটে দিলে সেই কাটা গলা দিয়েও ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ বেরোবে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, “কেউ দলের শৃঙ্খলার বাইরে যাবেন না। অনেকে সংবাদমাধ্যমে টিকে থাকবেন বলে অনেক কথা বলছেন। এটা করবেন না। আমার কত ক্ষমতা, তা দেখাতে গিয়ে আপনারা দলকে ছোট করছেন। দলের সঙ্গে যাঁরা বেইমানি করেছিলেন, যেমন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, ওঁদের আমিই চিহ্নিত করেছিলাম। ভবিষ্যতেও বেইমানদের লেজেগোবরে করার দায়িত্ব আমি নিলাম।”

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #tmc

আরো দেখুন