কলকাতা বিভাগে ফিরে যান

বড় ঘোষণা পুর-বাজেটে, আর জোড়া কর নয়! এবার থেকে একটাই ট্যাক্স দেবেন কলকাতাবাসী

February 27, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিনে এল বড় ঘোষণা। এখন থেকে শহরবাসীকে আর দু’জায়গায় কর দিতে হবে না। শহরবাসীকে এখন থেকে একটাই মাত্র ট্যাক্স দিতে হবে।

পুরসভা এলাকার বাসিন্দাদের শুধুমাত্র পুরসভাকে কর দিতে হয়। পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে কর দিতে যেতে হয় ভূমি সংস্কার দপ্তরে। কিন্তু কলকাতাবাসীর ক্ষেত্রে পুরসভার পাশাপাশি বিএলআরও দপ্তরেও কর দিতে হয়। দু’জায়গায় কর দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করতেন শহরবাসী। সারা রাজ্যে এক নিয়ম অথচ তাঁদের জন্য আলাদা নিয়ম কেন, এ নিয়েও বারে বারে প্রশ্ন তুলেছেন কলকাতাবাসীরা।

বিএলআরও দপ্তরের খাজনা বা মিউটেশন বন্ধ করার ক্ষমতা পুরসভার নেই। এজন্য আদালতের শরণাপন্ন হতে হবে। শহরবাসীর হেনস্থা কমানো জরুরি। পুরসভার তরফে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবের সঙ্গে আলোচনা করা হয়। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জিএসটির মধ্যে যেমন এসজিএসটি এবং সিজিএসটি থাকে অনেকটা সেই আদলে কলকাতা পুরসভার কর ও বিএলআরও খাজনা এক সঙ্গে আদায় করা হবে। তারপর নিজেদের প্রাপ্য টাকা বুঝে নেব পুরসভা। শহরবাসীকে আর দু’জায়গায় কর জমা দিতে যেতে হবে না। এতে আম শহরবাসীর হয়রানি কমবে। পুরসভা এবং বিএলআরও দপ্তরও নিজেদের প্রাপ্য ভাগ করে নেবে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। রাজ্য সরকারের অনুমোদন মিললেই এই ব্যবস্থা চালু হয়ে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Budget, #firhad hakim, #KMC, #Tax

আরো দেখুন