ফের ভূমিকম্প! কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের ভূমিকম্প! বৃহস্পতিবার গভীর রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। একই সঙ্গে কম্পন অনুভূত হয়েছে পার্শ্ববর্তী বিহারেও। তবে এখনও ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কেঁপে উঠেছে পাকিস্তানও।
ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্রে খবর, শুক্রবার ভোররাত ২টো ৩৬ মিনিটে কেঁপে ওঠে নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। কম্পনের উৎসস্থল নেপালের বাগমতী প্রদেশের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভারতের ন্যাশনাল সেন্টার অফ সেসমিলজি সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। জার্মান এবং মার্কিন সংস্থাগুলির তথ্য অনুযায়ী কম্পনের মাত্রা যথাক্রমে ৫.৬ এবং ৫.৫ রিখটার স্কেল।
নেপালের কম্পনের প্রভাব বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে ভারতের একাধিক এলাকায়। বিহারের সীমান্ত এলাকাগুলি কেঁপেছে। প্রভাব পড়েছে পাটনাতেও। কম্পনের প্রভাব পড়েছে দার্জিলিং, শিলিগুড়ির মতো বাংলার বেশ কয়েক এলাকায়। বাড়ি, সিলিং ফ্যান দুলতে দেখা গিয়েছে। নেপালের একটি জায়গায় ধসও নেমেছে কম্পনের জেরে।