রাজ্য বিভাগে ফিরে যান

হুগলিতে বিজেপি’র গোষ্ঠী কোন্দল চরমে, ক্ষোভের চোরাস্রোত বইছে

February 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হুগলিতে বিজেপি’র গষ্ঠী কোন্দল নতুন নয়। এখন বিজেপির অন্দরে কানপাতলে এ বিষয়ে নানা আক্ষেপের কথা শোনা যাচ্ছে। কয়েকটি কমিটির গঠন নিয়ে প্রকাশ্যে ও সমাজমাধ্যমে বিক্ষোভ হয়েছে। বেশিরভাগ জায়গাতেই ক্ষোভের চোরাস্রোত বইছে। বিষয়টি প্রকাশ্যে না আসায় নেতৃত্বের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। এমনিতেই রাজ্য নেতৃত্বের শত চেষ্টার পরেও হুগলি সাংগঠনিক জেলায় অর্ধেক বুথ কমিটি তৈরি করা যায়নি। তার উপর অসন্তোষের জেরে বিড়ম্বনায় পড়েছে নেতৃত্ব।

যদিও হুগলি সাংগঠনিক জেলার নেতৃত্ব এই সমস্যার কথা প্রকাশ্যে স্বীকার করতে চাননি। জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে দলের কর্মীদের মতামত নিয়ে মণ্ডল, বুথ সভাপতি বাছাই করা হয়েছে। সেখানে ক্ষোভ-বিক্ষোভের কোনও অবকাশ নেই। হুগলি সাংগঠনিক জেলায় বিজেপি এবার শক্তিশালী হয়ে উঠবে। সময়ে তার প্রমাণ মিলবে। কমিটি গড়ার প্রক্রিয়া থেমে নেই। সমস্ত কমিটি আমরা গড়ে ফেলব।

যদিও দলেরই এক দাপুটে নেতা বলেন, কমিটি গড়ার প্রক্রিয়াতেই গলদ রয়েছে। পছন্দের লোককে বুথ, মণ্ডলের পদে বসানোর প্রবণতা এড়াতেই ভোটাভুটি চালু করা হয়েছিল। কিন্তু সেই ভোটাভুটি যে পদ্ধতিতে হয়েছে, তাতে কমিটি নিয়ে অসন্তোষ আরও প্রবল হয়েছে। সেই চাপা অসন্তোষের আবহে সংগঠনের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। নেতৃত্ব সবই বুঝতে পারছে। কিন্তু সাপের ছোবল মাথায় পড়েছে বলে বাঁধন দেওয়ার সুযোগ নেই। বিজেপির হুগলি সাংগঠনিক জেলায় ২ হাজার ৬৩টি বুথ কমিটি আছে। দীর্ঘ চেষ্টার পরেও অর্ধেক বুথ কমিটি গড়তে পারেনি নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #hooghly, #Inter Clash

আরো দেখুন