রাজ্য বিভাগে ফিরে যান

দিঘায় জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের প্রথম বৈঠকে প্রাণপ্রতিষ্ঠার দিনক্ষণ চূড়ান্ত করল রাজ্য সরকার

February 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিঘায় জগন্নাথ মন্দির। ইতিমধ্যে মন্দিরের কাজ প্রায় সম্পন্ন। অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের উদ্বোধন হবে। মন্দিরের সামগ্রিক বিষয় দেখবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কমিটি গড়ে দিয়েছেন। গড়ে উঠেছে জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ড।

বৃহস্পতিবার ট্রাস্টি বোর্ডের প্রথম বৈঠকে প্রাণপ্রতিষ্ঠার দিনক্ষণ চূড়ান্ত করল রাজ্য সরকার। সূত্রের দাবি, ওই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কী হবে এবং বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা কী থাকবে তা নিয়েও এ দিন মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনিক কর্তারা সবিস্তারে আলোচনা করেছেন।

প্রশাসনিক সূত্রের দাবি, এ দিনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞ এবং প্রাণপ্রতিষ্ঠার কর্মসূচি হবে। ৩০ এপ্রিল হবে উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা, ভিড়, ব্যবস্থাপনা, গাড়ি রাখার বন্দোবস্ত ইত্যাদি নিয়ে এ দিন আলোচনা হয়। কুম্ভে বিভিন্ন দুর্ঘটনার প্রসঙ্গ টেনে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অযথা উন্মাদনা তৈরি করা নিয়ে সতর্ক করেন। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, সেই বার্তা মাথায় রেখেই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচি ঠিক হবে। প্রশাসনিক সূত্র দাবি করেছে, এ দিনের বৈঠকে ট্রাস্টের ২৭ জনের মধ্যে ২২ জনের নাম চূড়ান্ত হয়েছে। আগামী দিনে বাকিদের নামও চূড়ান্ত করবে নবান্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Digha, #jagannath mandir, #Digha Jagannath Mandir

আরো দেখুন