দেশ বিভাগে ফিরে যান

ফের ‘দিল্লি চলো’ অভিযানে নামার হুঁশিয়ারি দিল কৃষকরা

February 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃতীয় দফায় কেন্দ্র-কৃষক বৈঠকও ব্যর্থ হলে ফের ‘দিল্লি চলো’ অভিযানে নামবেন আন্দোলনকারীরা। এক্ষেত্রে যেখানে বাধা দেওয়া হবে, সেখানেই অবস্থানে বসবেন তাঁরা। অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করা হবে। মোদী বিরোধিতায় এবার দেশজুড়ে জঙ্গি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারী কৃষকরা। বুধবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন পাঞ্জাব, হরিয়ানার শম্ভু এবং খানাউরি সীমানা এলাকায় আন্দোলনরত চাষিরা। এক বছরেরও বেশি সময় ধরে ওই দু’টি সীমানা এলাকায় লাগাতার আন্দোলন অবস্থান করছেন কৃষকরা।
দু’দফায় আন্দোলনকারী কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজসিং চৌহান স্বয়ং। কিন্তু কোনও বৈঠকেই রফাসূত্র বেরয়নি। আগামী ১৯ মার্চ ফের আন্দোলনকারী কৃষকদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

বিক্ষোভরত চাষিদের অভিযোগ, পরের পর বৈঠক ডাকা হলেও আদতে কাজের কাজ কিছু করছে না মোদী সরকার। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার দাবি নিয়ে ক্রমাগত টালবাহানা করা হচ্ছে। তৃতীয় বৈঠকেও যদিও পরিস্থিতি একই থাকে, তাহলে আবারও পথে নামবেন তাঁরা। বুধবার সংযুক্ত কিষান মোর্চার বৈঠকেও মোদী সরকারের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের ঝাঁজ আরও বৃদ্ধির ব্যাপারে সায় দেওয়া হয়েছে। তৃতীয় দফায় কেন্দ্র-কৃষক বৈঠকও ব্যর্থ হলে ফের ‘দিল্লি চলো’ অভিযানে নামবেন আন্দোলনকারীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#campaign, #Farmers Protest, #Delhi Chalo, #Campaigning

আরো দেখুন