উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

স্মার্ট ক্লাসের আগ্রহে জলপাইগুড়ির সরকারি প্রাথমিক স্কুলে বাড়ছে ছাত্র

March 1, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জলপাইগুড়ি শহরের সোনাউল্লা বয়েজ প্রাইমারিতে পড়ুয়ার সংখ্যা আটশোরও বেশি। শহরের একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা তলানিতে, কিন্তু সোনাউল্লা প্রাইমারি স্কুলে ছবিটা ঠিক উল্টো। পড়ুয়া সংখ্যা বেশি হওয়ায় খুশি শিক্ষক-শিক্ষিকারা। গত এক বছর ধরে স্মার্ট ক্লাস চলছে এই প্রাথমিক স্কুলে। যা ঘিরে খুদে পড়ুয়াদের মধ্যে উৎসাহ রয়েছে।

স্মার্ট ক্লাসের টানেই বাড়ছে ছাত্র। জানা গিয়েছে, স্কুলে সাতটি ঘরে ক্লাস হয়। এর মধ্যে একটি ঘরে স্মার্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে। সব ক্লাসের ছাত্রদের জন্য প্রতিদিন স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা যায় না। পড়ুয়াদের মধ্যে স্মার্ট ক্লাস ঘিরে এতই উৎসাহ যে, যেদিন যারা স্মার্ট ক্লাসে বসার সুযোগ না পায়, তাদের মন খারাপ হয়ে যায়।

খুদে পড়ুয়ারা যদি অডিও ভিস্যুয়ালের মাধ্যমে কোনও কিছু শেখে, তা তাদের মনে রাখার পক্ষে অনেক বেশি সহায়ক হয়। সব প্রাইমারি স্কুলেই স্মার্ট ক্লাস চালু হওয়া উচিত বলে মত শিক্ষামহলের। কোনও সংস্থা যদি স্মার্ট ক্লাসের পরিকাঠামো তৈরি করে দিতে চায়, সেই উদ্যোগকেও স্বাগত জানানো হবে স্কুল কর্তৃপক্ষের তরফে। স্মার্ট ক্লাসের পাশাপাশি পড়ুয়াদের নিয়ে বিজ্ঞানমেলা, গণিত মেধা অন্বেষণ, খেলাধুলো, নাটক ও নাচের মতো বিষয়েও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এসব কারণেই ছাত্রসংখ্যা বাড়ছে বলে দাবি সোনাউল্লা প্রাইমারি স্কুল কর্তৃপক্ষের। সোনাউল্লা প্রাথমিক বিভাগের সঙ্গে রয়েছে হাইস্কুল। প্রাইমারি থেকে সরাসরি হাইস্কুলে ভর্তির সুযোগের কারণেও প্রাথমিকে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।

TwitterFacebookWhatsAppEmailShare

#jalpaiguri, #students, #govt primary school, #smart classes

আরো দেখুন