কলকাতা বিভাগে ফিরে যান

ফের কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন লিওনেল মেসি?

March 1, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার ফুটবল প্রেমীদের আনন্দ কয়েকগুণ বেড়ে গিয়েছিল লিওনেল মেসির আগমনে। তবে সেটা বহু বছর আগে। আর্জেন্টিনা ফুটবল টিম ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভারতে এসেছিল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন লিও মেসি। আর্জেন্টিনার হয়ে ক্যাপ্টেন হিসেবে অভিষেক হয়েছিল এই শহরেই। কলকাতাকে কি ভুলতে পারেন মেসি?

তাই সম্ভবত ফের ভারতের মাটিতে পা রাখতে চলেছেন লিওনেল মেসি। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের কলকাতা আগমনের জল্পনা অনেক গুণ বাড়িয়ে দিলেন বিখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। শতদ্রু আগেই জানিয়েছিলেন, ২০২৫ সালের শুরুর দিকে মেসিকে ভারতে আনার চেষ্টা করবেন তিনি। শুক্রবার সোশাল মিডিয়ায় মেসির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন শতদ্রু। তাতেই দুইয়ে দুইয়ে চার করছেন ফুটবলপ্রেমীরা।

ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর উদ্যোগে কলকাতায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনাল্ডিনহো। দীর্ঘদিন ধরেই মেসিকে ভারতে আনার চেষ্টা করছেন তিনি। এর আগে মেসির বাবা তথা মেসির এজেন্ট জর্জ মেসির সঙ্গে দেখা করেছেন। শুক্রবার তিনি সাক্ষাৎ মেসির দেখা পেয়েছেন। লিওকে ভারত থেকে নিয়ে যাওয়া একাধিক উপহারও দিয়েছেন। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে শাহরুখ খানের সংলাপ মনে করিয়ে শতদ্রু লিখেছেন, “অন্তর থেকে কিছু চাইলে গোটা দুনিয়া তোমাকে সেই জিনিস পাইয়ে দেওয়ার চেষ্টা করবে।”

তবে মেসি যে কলকাতা বা ভারতে আসছেনই তা নিশ্চিত করে বলার মতো কোনও ইঙ্গিত শতদ্রুর পোস্টে নেই। এলেও ঠিক কবে তিনি আসছেন, তাঁর সফরসূচি কী হবে সবটাই এখনও অস্পষ্ট। কিন্তু লিওকে নিয়ে এখন থেকেই যেন কলকাতার ফুটবল প্রেমীরা স্বপ্ন দেখতে শুরু করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Lionel Messi

আরো দেখুন