কলকাতায় কগনিজ্যান্টের অফিসের উদ্বোধন, প্রায় দু’হাজার নতুন কর্মসংস্থানের সম্ভাবনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কগনিজ্যান্টের অফিসের উদ্বোধন হল কলকাতায়। সল্টলেক সেক্টর ফাইভে তিন একর জমিতে ওই অফিস গড়ে উঠেছে। সিইও রবি কুমার-সহ কগনিজ্যান্টের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে নয়া রূপে বিশ্বের প্রথমসারির তথ্যপ্রযুক্তি সংস্থার ক্যাম্পাসের উদ্বোধন পর্ব সম্পন্ন হল।

শোনা যাচ্ছে, ওই অফিসে আরও ২,০০০ কর্মী নিয়োগ করা হবে। আরও তথ্যপ্রযুক্তি কর্মী নিয়োগের ভাবনা রয়েছে সংস্থার। কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তাও দিয়েছেন সিইও। তিনি জানিয়েছেন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স দিয়েই আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স শিখতে হবে। কর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু স্বাস্থ্যকে অবহেলা করলে চলবে না। নজর দিতে হবে স্বাস্থ্যের দিকেও। কর্মীরা কীভাবে নিজেদের দক্ষতা আরও বাড়াতে পারেন, সে পরামর্শও দিয়েছেন সংস্থার শীর্ষস্থানীয় অধিকারিকেরা।