দেশ বিভাগে ফিরে যান

পরবর্তী কুম্ভমেলা কবে-কোথায়? জেনে নিন দিনক্ষণ

March 3, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াগরাজে এবছরের মতো শেষ হল মহাকুম্ভ। প্রয়াগরাজ মহাকুম্ভের পর এবার নাসিকে কুম্ভ আয়োজনের পালা। যা ২০২৭-এ মহারাষ্ট্রের নাসিকে আয়োজিত হতে চলেছে। এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে মহারাষ্ট্র সরকার।

১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটেছে ৪৫ দিন পর, ২৬ ফেব্রুয়ারি। এই মহাকুম্ভ ফের আয়োজিত হবে ১২ বছর পর। কিন্তু তিন বছর পর বসবে কুম্ভ মেলা।

নিয়ম অনুযায়ী, প্রত্যেক তিন বছর অন্তর কুম্ভ, ছয় বছর অন্তর অর্ধ কুম্ভ ও ১২ বছর অন্তর আয়োজিত হয় পূর্ণ মহাকুম্ভ। প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী- চার শহর ঘুরিয়ে ফিরিয়ে এই ধর্মীয় উৎসবের আয়োজন করে। জানা গিয়েছে, ২০২৭ সালে কুম্ভ মেলার আসর বসবে মহারাষ্ট্রের নাসিক থেকে প্রায় ৩৮ কিমি দূরে ত্রিম্বকেশ্বরে। এই শহরটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরীর তীরে অবস্থিত। বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি এই ত্রিম্বকেশ্বর শিব মন্দির। এখনও পর্যন্ত যা খবর সেই অনুযায়ী, ২০২৭ সালের ১৭ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে কুম্ভ মেলা।

TwitterFacebookWhatsAppEmailShare

#kumbha mela, #Prayagraj, #Kumbha, #Kumbha Mela 2027

আরো দেখুন