কেন্দ্র টাকা বরাদ্দ না দিলেও শিলিগুড়ি মহকুমা পরিষদের বাজেট বরাদ্দ বাড়ল ১৩৮কোটি টাকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘদিন ধরে ১০০দিনের কাজে টাকা বরাদ্দ করছে না কেন্দ্রীয় সরকার। তারা আবাস যোজনার অর্থও দিচ্ছে না। এই অবস্থায় রাজ্য সরকারের এবং বিভিন্ন অর্থ কমিশনের বরাদ্দ অর্থ ও নিজস্ব আয়ের উপর ভিত্তি করেই আসন্ন আর্থিক বছরের বাজেট প্রস্তুত করেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ।
প্রশাসন সূত্রের খবর, ২০২৪-’২৫ অর্থবর্ষে বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ১৩১ কোটি ৪১লক্ষ ৫৪ হাজার ৯৭৫টাকা। ২০২৫-’২৬ অর্থবর্ষের বাজেটে প্রায় সাত কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে ১৩৮কোটি টাকা। কয়েকদিন আগে এনিয়ে খসড়া বাজেট পেশ করা হয়।ঙ মহকুমা পরিষদের এক কর্তা জানান, কেন্দ্রীয় বরাদ্দের পরিমাণ কমলেও এখানে বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ কমেনি। বরং পরিমাণ বাড়ানো হচ্ছে। সভাধিপতি বলেন, গত আর্থিক বছরের তুলনায় এবার বাজেটে প্রায় সাত কোটি টাকা বাড়ানো হচ্ছে। আজ, সর্বসন্মতিক্রমে তা পাশ করা হবে বলে জানান সভাধিপতি।
এবারের বাজেটে গ্রামীণ শিক্ষা, পরিবেশ, পর্যটন কেন্দ্র তৈরি, মার্কেট সংস্কার সহ বিভিন্ন খাতে জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর। সভাধিপতি বলেন, গ্রামীণ এলাকার প্রাথমিক ও হাইস্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। কিছু স্কুলের মাঠে গড়া হবে পার্ক। তাতে দোলনা, স্লিপার থাকবে। কিছু জায়গায় তৈরি হবে মিড-ডে মিলের জন্য পুষ্টিগার্ডেন। এরবাইরে প্রতিটি গ্রামের বসতি এলাকা, হাট ও বাজার নিয়মিত সাফাই অভিযানে জোর দেওয়া হবে।